স্বপ্নপূরণের মুহূর্তে গোটা দেশ আজ একটাই সুরে গাইছে জয় হিন্দ! নবি মুম্বইয়ের মাঠে রোববার বিশ্বকাপ ফাইনালে স্বপ্নের মতো জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই জয়ের আনন্দ এখন গ্যালারি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে প্রতিটি ঘরে। দেশের মানুষ ভরিয়ে দিচ্ছেন প্রশংসায়, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ‘উইমেন ইন ব্লু’-র সাফল্যে।
কিন্তু এই ঐতিহাসিক জয়ের মাঝেই হঠাৎ করেই ভাইরাল হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রাক্তন সভাপতির পুরনো মন্তব্য। সময়টা ৮ বছর আগের। আর সেই মন্তব্য প্রকাশ্যে এনেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের এক কিংবদন্তি ডায়না এডুলজি।
“পুরুষতান্ত্রিক মানসিকতা বদলানো দরকার” ডায়না এডুলজি
একসময় মুম্বইয়ের রেল কলোনিতে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে বড় হওয়া ডায়না এডুলজি স্পষ্ট ভাষায় বলেছিলেন, “২০০৬ সালে মহিলা ক্রিকেট যখন বিসিসিআইয়ের আওতায় আসে, তখন থেকেই আমি তার বিরোধিতা করে আসছি। কারণ, ওরা একটা পুরুষতান্ত্রিক সংগঠন। মহিলারা যাতে কোনও সিদ্ধান্ত নিতে না পারে, সেটাই চেয়েছিল তারা।”
২০১৭ সালের আগস্টে এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসে তিনি আরও এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন। সেই বছরই ভারত পৌঁছেছিল মহিলা বিশ্বকাপের ফাইনালে। এডুলজির কথায়, “২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর বোর্ড সভাপতি এন. শ্রীনিবাসনকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। উনি তখন হেসে বলেছিলেন ‘আমার হাতে থাকলে মেয়েদের ক্রিকেটই বন্ধ করে দিতাম!’”
‘যে মেয়েরা লড়াই করেছে, তারাই আজ বিশ্বজয়ী’
সবসময়ই প্রতিবাদী চরিত্রের জন্য পরিচিত ছিলেন ডায়না এডুলজি। ১৯৮৬ সালে ইংল্যান্ড সফরে লর্ডস প্যাভিলিয়নে ঢুকতে বাধা দেওয়া হলে তিনি তীব্র প্রতিবাদে বলেন, “এমসিসি-র নাম পালটে এমসিপি রাখা উচিত মেল শভিনিস্ট পিগ!”
আরো পড়ুন: হরমনপ্রীতের হাত ধরে ইতিহাস গড়ল ভারত, বদলে গেল মহিলা ক্রিকেটের ভাগ্য
সেই ডায়নার দলই আজ বিশ্বজয়ী। আজ ভারতীয় মেয়েরা প্রমাণ করে দিয়েছে ক্রিকেট শুধুই “জেন্টলসম্যান’স গেম” নয়, এটা “সবাইয়ের খেলা”। আর এই জয়ের মধ্যেই লুকিয়ে আছে এক বৃহত্তর বার্তা মেয়েরা আর কাউকে কিছু প্রমাণ করতে চায় না, তারা এখন নিজেরাই ইতিহাস লেখে।



