বিশ্বকাপ ফাইনালে টসে হেরে ব্যাট হাতে ভারত, প্রথমে বল করবে দক্ষিণ আফ্রিকা

world cup final india vs south africa toss result

world cup final india vs south africa toss result

বিশ্বকাপ ফাইনালে উত্তেজনার পারদ চড়তেই মুম্বইয়ের নবি স্টেডিয়ামে টসে হারল ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ফলে ফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে মাঠে নামছে হরমনপ্রীত কউরের ভারতীয় দল।

ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা ওপেনিং জুটিতে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। মাঝের সারিতে থাকছেন হরমনপ্রীত কউর, জেমাইমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা। উইকেটকিপার হিসেবে রিচা ঘোষের কাঁধে দায়িত্ব, সঙ্গে রয়েছেন অলরাউন্ডার আমনজ্যোত কউর ও রাধা যাদব। বল হাতে রেণুকা সিং এবং ক্রান্তি গৌড়ের উপরেই ভরসা রাখছে ভারতীয় শিবির।

ভারতের প্রথম একাদশ:
শেফালি বর্মা, স্মৃতি মন্ধানা, হরলিন দেওল, হরমনপ্রীত কউর, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, আমনজ্যোত কউর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, রেণুকা সিং।

আরো পড়ুন: অবশেষে সুযোগ পেলেন অর্শদীপ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে বড় পরিবর্তন টিম ইন্ডিয়ায়

দক্ষিণ আফ্রিকার কৌশল: প্রথমে বল করে চাপ তৈরি করতে চায় প্রোটিয়ারা

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানিয়েছেন, মুম্বইয়ের পিচে প্রথম দিকে বল কিছুটা সুইং করবে বলে তাঁর ধারণা। তাই ফাইনালের চাপের মধ্যে ভারতীয় ব্যাটারদের দ্রুত চাপে ফেলতে চান তাঁরা। অন্যদিকে, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর জানিয়েছেন, “আমরা ব্যাটিংয়েই স্বচ্ছন্দ, তাই টসে হারটা নিয়ে চিন্তার কিছু নেই। শুরুটা ভালো করতে পারলে রানবোর্ডে বড় টোটাল তোলা সম্ভব।”

আপাতত টসে হারের ধাক্কা, এখন নজর ভারতের ব্যাটিংয়ে

বিশ্বকাপ ফাইনালের এই লড়াইয়ে টসে হারলেও ভারতীয় সমর্থকদের আশাবাদ, স্মৃতি-শেফালির ব্যাটে আসবে ঝড়। ফাইনালে প্রথমে ব্যাট করতে নামা মানে চাপ যেমন আছে, তেমনই সুযোগও প্রচুর বিশেষ করে যদি প্রথম ইনিংসে বড় রানের পাহাড় গড়া যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *