এশিয়া কাপে ধারাবাহিক ভাবে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তাঁকে। কোচের ‘প্রিয়পাত্র’ হর্ষিত রানা সুযোগ পেয়েছিলেন বারবার, কিন্তু জায়গা হচ্ছিল না অর্শদীপ সিংয়ের। শেষমেশ প্রবল বিতর্কের পর অবশেষে প্রথম একাদশে ফিরলেন ‘পাঞ্জাব দা পুত্তর’ অর্শদীপ।
রবিবার হোবার্টে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর কথায়, “দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালো আসবে, তাই পরে ব্যাট করতে চাই।” সূর্য আরও জানান, এখনই সিরিজ জেতা নিয়ে ভাবছেন না, বরং প্রতিটা ম্যাচে সেরাটা দেওয়াই তাঁর লক্ষ্য।
ভারতীয় দলে তিনটি বড় পরিবর্তন
রবিবারের ম্যাচে ভারতীয় দলে করা হয়েছে তিনটি পরিবর্তন। সঞ্জু স্যামসন, হর্ষিত রানা এবং কুলদীপ যাদবকে বসিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে সুযোগ পেয়েছেন উইকেটকিপার জিতেশ শর্মা, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং অবশেষে অর্শদীপ সিং। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে অনেক ক্রিকেটপ্রেমীর মনে, বিশেষ করে অর্শদীপের সমর্থকদের মধ্যে।
অন্যদিকে, অস্ট্রেলিয়াও করেছে এক পরিবর্তন। অ্যাশেজের আগে বিশ্রাম দেওয়া হয়েছে জশ হ্যাজেলউডকে, তাঁর জায়গায় এসেছেন শন অ্যাবট।
অর্শদীপের ইঙ্গিতবাহী পোস্টে জল্পনা চরমে
শনিবারই অর্শদীপ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “তুমি যেমন বীজ পুঁতবে, তেমনই ফল পাবে।” ক্রিকেটমহলের ধারণা, হর্ষিত রানাকে ঘিরে চলা বিতর্কের পরিপ্রেক্ষিতেই এমন পোস্ট করেছিলেন তিনি। গম্ভীরের পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছিল, যা আরও বাড়িয়েছিল বিতর্কের আগুন। শেষ পর্যন্ত অর্শদীপের মাঠে ফেরা যেন সেই বিতর্কেরই জবাব।
আরো পড়ুন: হরমনদের সামনে ইতিহাস গড়ার লড়াই, ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
ভারতের প্রথম একাদশ: শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোয়েনিস, ম্যাট শর্ট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, শন অ্যাবট, ম্যাট কুনেম্যান।
রবিবারের ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে সিরিজে অনেকটাই পিছিয়ে পড়বে টিম ইন্ডিয়া। গতিময় পিচে অর্শদীপের ফিরে আসা হয়তো বদলে দিতে পারে ম্যাচের মোড়।



