হরমনদের সামনে ইতিহাস গড়ার লড়াই, ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

India vs South Africa

India vs South Africa

মহিলাদের ক্রিকেটে এতদিন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আধিপত্যই ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই একচ্ছত্র দাপটের দিন এবার হয়তো শেষ হতে চলেছে। রবিবার বিশ্ব ক্রিকেট দেখতে চলেছে নতুন চ্যাম্পিয়নকে। একদিকে হরমনপ্রীত কৌরের ভারত, অন্যদিকে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা ইতিহাসের সামনে দাঁড়িয়ে দুই দলই।

গ্রুপ পর্বে প্রোটিয়াদের কাছে হেরে গিয়েছিল ভারত। তাই ফাইনাল শুধু বিশ্বকাপ জয়ের লড়াই নয়, প্রতিশোধ নেওয়ারও সুযোগ। আগের দুই বিশ্বকাপ ২০০৫ ও ২০১৭ খুব কাছে গিয়েও অধরা থেকেছে ট্রফি। এবার দেশের মাটিতে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই নামছে ভারতীয় দল।

দলে বদলের সম্ভাবনা, ফিরতে পারেন স্নেহ রানা

সেমিফাইনালে সুযোগ পাননি স্নেহ রানা। তাঁর জায়গায় খেলেছিলেন রাধা যাদব। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি বিশেষ প্রভাব ফেলতে পারেননি ৮ ওভারে দিয়েছেন ৬৬ রান, পেয়েছেন মাত্র ১ উইকেট। তাই ফাইনালে স্নেহ রানার প্রত্যাবর্তনের জোর সম্ভাবনা রয়েছে।

অলরাউন্ড দক্ষতায় ভরপুর স্নেহ রানা ৪৪টি একদিনের ম্যাচে নিয়েছেন ৫৭ উইকেট এবং করেছেন ৩৮০ রান, সর্বোচ্চ অপরাজিত ৫৩। তাঁকে দলে নিলে ভারসাম্য আরও বাড়বে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার হুঁশিয়ারি: “আমরাই জিতব, ওরা চুপ করে যাবে

প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে ভারত খেললেও তা তাদের পরিকল্পনায় কোনও প্রভাব ফেলবে না। তাঁর সোজাসাপ্টা বক্তব্য “আমরাই জিতব, জিতে গেলে তো ওরা এমনিই চুপ করে যাবে।”

এই মন্তব্যে অনেকেই মনে করছেন, দুই বছর আগে পুরুষদের বিশ্বকাপে প্যাট কামিন্সের সেই বিখ্যাত “সাইলেন্স দ্য ক্রাউড” মন্তব্যের প্রতিধ্বনি যেন শোনা যাচ্ছে লরার গলায়।

আরো পড়ুন: দুই দশকের জৌলুস শেষে অবসর রোহন বোপান্নার, টেনিসে নামল এক যুগের পর্দা

ভারতীয় দলে সম্ভাব্য একাদশ

ওপেনিংয়ে থাকবেন স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। এরপর ব্যাটিং অর্ডারে জেমাইমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, আমনজ্যোত কৌর, স্নেহ রানা (যদি খেলেন), ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেণুকা সিং।

প্রোটিয়াদের দলে তাজমিন ব্রিটস, মারিজান কেপ, লরা উলভার্টদের মতো তারকারা আছেনই। ফলে ফাইনালে এক রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব। রবিবারের মঞ্চে ইতিহাস লিখতে পারবে কি হরমনদের ভারত? উত্তরের অপেক্ষায় এখন গোটা দেশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *