ক্রিকেট অনিশ্চয়তার খেলা এই প্রবাদটাই আজ মন্ত্রের মতো বুকে ধারণ করে মাঠে নামবে ভারতের মেয়েরা। কারণ প্রতিপক্ষ যখন সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তখন তাদের হারানো সহজ নয়।
বিশ্বের অন্য সব দলের তুলনায় কয়েক যোজন এগিয়ে তারা। যে এগারো জন অজির প্রথম একাদশে খেলেন, তাদের মধ্যে অন্তত ছয়-সাতজন অলরাউন্ডার। দশজনের ব্যাটে জেতানো সম্ভব, আবার সাত-আটজন বল হাতেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
তবুও আশার আলো দেখছে টিম ইন্ডিয়া। কারণ সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেই অজিদের বিরুদ্ধে দারুণ খেলেছে ভারত। এমনকি গ্রুপ পর্বের ম্যাচে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৩৩০ রান তুলেছিল হরমনপ্রীত কৌরদের দল। সেদিন জেতা যায়নি, কারণ বোলারদের হাতে ফসকে গিয়েছিল ম্যাচ। আজ যদি স্নেহ রানা, ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌরেরা নিজেদের সেরাটা দিতে পারেন, তবে ইতিহাস বদলাতেও পারে।
মুখোমুখি পরিসংখ্যানে স্পষ্ট প্রাধান্য অস্ট্রেলিয়ার
মহিলাদের ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ের ইতিহাসটা একতরফা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৬০ বার অস্ট্রেলিয়া জিতেছে ৪৯টি, ভারত মাত্র ১১টি। ২০২২ সাল থেকে ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি হয়েছে ১১ বার, তার মধ্যে ভারতের একমাত্র জয়। বিশ্বকাপেও চিত্র একই ১৪টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে মাত্র তিনটিতে। একটিতে কোনো ফলাফল হয়নি।
আরো পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ অভিষেক নায়ার
ফর্মে রয়েছেন ভারতীয় তারকারা
তবে পরিসংখ্যান যতই ভারী হোক না কেন, মাঠে সব কিছুই নতুন করে শুরু হয়। ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধানা। অধিনায়ক হরমনপ্রীত কৌরও টুর্নামেন্টে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। রিচা ঘোষের ব্যাটেও ঝড় উঠছে, দীপ্তি শর্মা অলরাউন্ড পারফর্ম্যান্সে সবার নজর কেড়েছেন। প্রতীকা রাওয়ালের চোটের পর দলে সুযোগ পাওয়া শেফালি বর্মাও এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।
জয়ের চাবিকাঠি বোলিং
ভারতের সবচেয়ে বড় চিন্তা বোলিং বিভাগ। আগের ম্যাচগুলিতে এখানেই দল পিছিয়ে পড়েছে। আজ যদি পেস ও স্পিন দুই বিভাগই ছন্দে থাকে, তাহলে অঘটন ঘটতেই পারে। ক্রিকেটে কিছুই অসম্ভব নয়, আর আজ সেই অসম্ভবকেই সম্ভব করার চ্যালেঞ্জ নিতে নামছে ভারতের মেয়েরা।



