কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ অভিষেক নায়ার

KKR Head Coach

KKR Head Coach

আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন অভিষেক নায়ার। খুব শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করবে ফ্র্যাঞ্চাইজি।

এর আগে কেকেআরেরই সহকারী কোচ ছিলেন অভিষেক, পাশাপাশি ভারতের জাতীয় দলেও কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি। এবার প্রথমবারের মতো কোনও শীর্ষ দলের পূর্ণ দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন অলরাউন্ডার।

কেকেআরে ফের পুরনো মুখ

গত মরশুমটা কেকেআরের জন্য একেবারেই সুখকর ছিল না। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভোর জুটিকে নিয়ে সমালোচনা হয়েছিল সর্বত্র। অবশেষে সেই জুটি বিদায় নেয়। তার পর থেকেই নতুন কোচ নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে নাইট ব্রিগেডে ফিরছেন পুরনো মুখ অভিষেক নায়ার।

২০২৪ সালে গম্ভীরের মেন্টরশিপে আইপিএল জেতে কেকেআর। সেই দলেরই সহকারী কোচ ছিলেন অভিষেক। পরে গম্ভীরের সঙ্গে জাতীয় দলের সফরেও গিয়েছিলেন, যদিও বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতায় সেই অধ্যায় ভালোভাবে শেষ হয়নি। পরে আবার আইপিএলের মাঝপথে কেকেআরে ফিরে আসেন তিনি। এবার সরাসরি হেড কোচের চেয়ারে বসতে চলেছেন এই মুম্বইকর।

তরুণদেরনায়ার

তরুণ ক্রিকেটারদের গড়ে তোলায় অভিষেক নায়ারের ভূমিকা বরাবরই প্রশংসিত। রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, কিংবা হর্ষিত রানার মতো তরুণ প্রতিভাদের উঠে আসার পেছনে তাঁর অবদান উল্লেখযোগ্য। রোহিত শর্মা থেকে কে এল রাহুল ফিটনেস ও ফর্ম ফেরাতে অনেক তারকার সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। তাই কেকেআর ম্যানেজমেন্টের বিশ্বাস, নতুন প্রজন্মের সঙ্গে তাঁর এই বোঝাপড়াই দলের শক্তি বাড়াবে।

আরো পড়ুন: চোট কাটিয়ে অনেকটাই সুস্থ শ্রেয়স আইয়ার

নতুন মরশুমে বড় সিদ্ধান্তের মুখে নায়ার

হেড কোচ হিসেবে নায়ারের সামনে এখন বড় দায়িত্ব। প্রথম কাজ হবে মিনি নিলামের আগে দলের রিটেনশন তালিকা তৈরি করা। সূত্রের খবর, গত মরশুমে ব্যর্থ কিছু তারকাকে এবার ছাঁটাই করা হতে পারে। ভেঙ্কটেশ আইয়ার, আনরিখ নখিয়া, মইন আলি, রহমনুল্লাহ গুরবাজ, এমনকি আন্দ্রে রাসেলকেও রাখা হবে কিনা, সেই সিদ্ধান্তও নিতে হবে নায়ারকেই।

সব মিলিয়ে, নতুন কোচের হাতে অনেক কাজ, অনেক দায়িত্ব। তবে নাইট ফ্যানদের আশা অভিষেক নায়ারের নেতৃত্বে আবারও দেখা যাবে সেই আগের লড়াকু, জয়ের জন্য মরিয়া কেকেআরকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *