মাস দেড়েক আগেই লিওনেল মেসি জানিয়েছিলেন, তিনি এখনও নিশ্চিত নন আগামী বিশ্বকাপে খেলবেন কিনা। সেই কথায় হতাশ হয়েছিল ভক্তরা। কিন্তু এবার আর্জেন্টাইন তারকার মুখে শোনা গেল এক অন্য সুর। জানালেন, তিনি অবশ্যই বিশ্বকাপে খেলতে চান যদি শরীর সাড়া দেয়। এই খবর শুনে খুশিতে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।
গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জোড়া গোল করে দলকে জেতান মেসি। স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না, উপস্থিত ছিলেন মেসির সন্তান ও পরিবারের সদস্যরাও। খেলা শুরু হওয়ার আগে আবেগে চোখে জল আসে বিশ্বজয়ী তারকার। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, “বয়সের কথা মাথায় রাখলে হয়তো আগামী বছর বিশ্বকাপে খেলব না, তবে এখনই কিছু বলছি না। আমি ম্যাচ ধরে এগোতে চাই।”
কিন্তু সোমবারের এক সাক্ষাৎকারে এলএমটেন (Lionel Messi Ten) জানালেন, “আমি বিশ্বকাপে খেলতে পারলে ভীষণ খুশি হব। আমি খেলতে চাই, দেশের হয়ে অবদান রাখতে চাই।” তবে তিনি আরও বলেন, “ফিটনেস ঠিক আছে কিনা সেটা যাচাই করে তবেই সিদ্ধান্ত নেব। আপাতত দিন ধরে এগোতে চাই। আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মরশুমের প্রস্তুতি শুরু করব। যদি নিজের শতভাগ দিতে পারি, যদি জাতীয় দলে খেলার যোগ্য মনে করি, তাহলে খেলব।”
মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়াও আশাবাদী। তিনি বলেন, “মেসি এখনও খেলা শেষ করেনি। ও বিশ্বকাপে খেলবে, তারপরও আরও কিছুদিন খেলা চালিয়ে যাবে। আমি ওর সঙ্গে কথা বলেছি, ওর মনোভাব দেখে আমি খুশি।”
আরো পড়ুন: আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় রোহিণী কালামের রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ
সব মিলিয়ে আর্জেন্টিনা শিবিরে ফের আশার আলো। আগামী বছর বিশ্বকাপে যদি সত্যিই দেখা যায় ‘মেসি ম্যাজিক’, তবে ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না।



