আন্তর্জাতিক মহলে ফের একবার নজর কেড়েছে ভারত ও আমেরিকার ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্ক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন ‘আসিয়ান’-এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর বৈঠক ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনার পর এবার দুই দেশ ‘চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি’। ইতিমধ্যে পাঁচ দফা বৈঠক সম্পন্ন হয়েছে, এবং এই নতুন সাক্ষাৎ সেই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জয়শঙ্করের টুইটে কূটনৈতিক ইঙ্গিত
সোমবার সকালেই কুয়ালালামপুরে মার্কো রুবিয়োর সঙ্গে সাক্ষাতের পর জয়শঙ্কর নিজের এক্স (X) হ্যান্ডেলে লেখেন, “আজ সকালে মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করে আনন্দিত। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।” তাঁর এই পোস্টের পরই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে যে, সম্ভবত ভারত ও আমেরিকার নতুন অর্থনৈতিক সম্পর্কের দিকেই এগোচ্ছে দুই দেশ।
আসিয়ান সম্মেলনে ভারতীয় উপস্থিতি ও অন্যান্য বৈঠক
বিদেশমন্ত্রী জয়শঙ্কর শুধু রুবিয়োর সঙ্গেই নন, রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণন এবং থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওর সঙ্গেও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এই ধারাবাহিক বৈঠকগুলিকে ভারতীয় কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন: অস্ট্রেলিয়ায় রোহিত-কোহলির জুটি দেখাল ক্লাস
মোদীর ভার্চুয়াল বার্তা, ট্রাম্পের উপস্থিতি
অন্যদিকে, আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রথমে শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠক হতে পারে, কিন্তু মোদী এ বছর শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি। তিনি ভার্চুয়াল মাধ্যমে বলেন, “একবিংশ শতাব্দী আমাদের শতাব্দী। এটা ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির শতাব্দী।”
সব মিলিয়ে, কুয়ালালামপুরে জয়শঙ্কর-রুবিয়ো বৈঠককে ঘিরে এখন নতুন করে আশার সঞ্চার হয়েছে। মনে করা হচ্ছে, এই বৈঠকের ফলেই ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল।



