অস্ট্রেলিয়ায় রোহিত-কোহলির জুটি দেখাল ক্লাস, সিডনিতে সম্মানের জয় ভারতের

RoKo

RoKo

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৮৪ সালের পর এক দিনের সিরিজে ভারত কখনও হোয়াইটওয়াশ হয়নি। এ বার সেই লজ্জার সম্ভাবনা তৈরি হলেও শেষমেশ রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে রক্ষা পেল ভারত। সিডনিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সম্মানের জয় তুলে নিল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।

অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে ভারত ৩৮.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে করে ২৩৭ রান। অধিনায়ক হিসাবে নিজের প্রথম এক দিনের জয় পেলেন শুভমন গিল। তবে দিনটা ছিল দুই প্রাক্তন অধিনায়ক রোহিত ও কোহলির। তাঁদের ১৬৮ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপই ভারতকে লজ্জার হাত থেকে বাঁচাল।

কোহলিরোহিতের ব্যাটে ফিরে এল পুরনো ছন্দ

প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। সিডনিতে নামার পর তাঁর মুখে যেন চাপের ছাপ স্পষ্ট ছিল। কিন্তু একবার সেট হতেই ফের দেখা গেল পুরনো কোহলিকে। অপর প্রান্তে রোহিত শর্মা খেললেন ধৈর্য্যশীল ও ঝুঁকিহীন ইনিংস। দীর্ঘদিন পর ফের জুটি বেঁধে দুই সিনিয়র ব্যাটার দেখালেন কেন তাঁদের এখনও ভরসা করা যায়।

রোহিত ১২৫ বলে ১২১ রানে অপরাজিত থাকেন তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও ৩টি ছয়। কোহলি খেললেন ৮১ বলে ৭৪ রানের দৃঢ় ইনিংস, মারলেন ৭টি বাউন্ডারি। তাঁদের সাবলীল ব্যাটিং দেখে মনে হচ্ছিল, যেন সময় থেমে গেছে ২০১৭-র যুগে।

অস্ট্রেলিয়ার ইনিংস থামল ২৩৬ রানে

টস জিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৪৬.৪ ওভারেই অলআউট হয়ে যায়। ট্রেভিস হেড (২৫), মিচেল মার্শ (৪১) ও ম্যাট রেনশ (৫৬) কিছুটা প্রতিরোধ গড়লেও ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেননি অন্যরা।

হর্ষিত রানা ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ছিলেন ভারতের সেরা বোলার। ওয়াশিংটন সুন্দর নেন ২ উইকেট, সিরাজ, কুলদীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ প্রত্যেকে নেন ১টি করে উইকেট।

আরো পড়ুন: রোহিতের পরামর্শেই অজি ব্যাটারকে আউট!

গম্ভীরের মুখে স্বস্তির হাসি

সিরিজে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সিডনির পারফরম্যান্সে গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই কিছুটা স্বস্তি পাবে।

যদিও ২০২৭ বিশ্বকাপের আগে সময় আছে অনেক, তাই ধারাবাহিক পারফরম্যান্সই ঠিক করবে এই দুই সিনিয়র ব্যাটারের ভবিষ্যৎ। আপাতত যা নিশ্চিত রোহিত-কোহলির জুটিতেই রক্ষা পেল ভারতের মান, আর হাসি ফিরল ভারতীয় সমর্থকদের মুখে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *