রোহিতের পরামর্শেই অজি ব্যাটারকে আউট! সিডনিতে হর্ষিত রানার দাপটে ফিরল ভারতের লড়াই

রোহিতের পরামর্শেই অজি ব্যাটারকে আউট

রোহিতের পরামর্শেই অজি ব্যাটারকে আউট

অস্ট্রেলিয়া ওয়ানডে: এখন আর অধিনায়ক নন রোহিত শর্মা। কিন্তু তাঁর ক্রিকেটীয় মগজাস্ত্র যে এখনও কতটা তীক্ষ্ণ, তা আবারও প্রমাণ হয়ে গেল সিডনির তৃতীয় ওয়ানডেতে। অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝপথে দেখা গেল, রোহিত হর্ষিত রানার সঙ্গে কিছু কথা বলছেন। আর ঠিক পরের বলেই ঘটে গেল চমক! রোহিতের পরামর্শ মেনে বল করতে গিয়ে মিচেল আওয়েনকে আউট করে দেন হর্ষিত। আর সেই ক্যাচটি নিজেই হাতে তুলে নেন ‘হিটম্যান’।

নেটিজেনরা যেন ঝড় তুলেছেন প্রশংসায়। তাঁদের একটাই মত রোহিত শর্মা হয়তো এখন প্রাক্তন অধিনায়ক, কিন্তু দলের মধ্যে তাঁর উপস্থিতি ও নেতৃত্বের ছাপ এখনও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে, নতুন কোচ গৌতম গম্ভীরের আস্থা যেন সার্থক প্রমাণ করলেন হর্ষিত। তুলে নিলেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল ২৩৬ রানে।

অস্ট্রেলিয়া ওয়ানডে: রোহিতের টিপসেই ফিরল উইকেট

৩৮তম ওভার চলাকালীন সময়ে অজিদের রান তখন ১৯৮/৫। ঠিক তখনই দেখা যায় রোহিত এগিয়ে এসে হর্ষিতের সঙ্গে কিছু কথা বলছেন। পরের বলেই ১৪১ কিমি বেগে একটি জোরালো ডেলিভারি করেন হর্ষিত, যা ব্যাট ছুঁয়ে সোজা চলে যায় উইকেটকিপারের হাতে। মাত্র ১ রানে ফিরতে হয় মিচেল আওয়েনকে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা “রোহিতের পরামর্শেই মিলল ফল!”

আরো পড়ুন: অস্ট্রেলিয়ায় চাপে টিম ইন্ডিয়া, সিডনিতে কি বড় পরিবর্তন আনবেন গম্ভীর?

চাপে ভারত, কিন্তু ফিরল লড়াই

প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে ভারতের। তাই সিডনির ম্যাচ ছিল আত্মসম্মান রক্ষার। এই ম্যাচ হারলে ৪১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে চুনকাম হতে পারত ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। শুরুটা ভালোই করেন ট্র্যাভিস হেড ও মার্শ ১০ ওভারে ৬০ রানের ওপরে উঠে যায় স্কোর। কিন্তু মহম্মদ সিরাজের হাতে ফেরেন হেড, আর মার্শকে (৪১) ফেরান অক্ষর প্যাটেল।

হর্ষিতের আগুনে স্পেল

ম্যাট রেনশ (৫৬) একসময় প্রতিরোধ গড়লেও, ওয়াশিংটন সুন্দর তাঁকে ও ম্যাট শর্টকে আউট করে দেন। তারপরই শুরু হয় হর্ষিত রানার দাপট। একে একে ফেরান অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল আওয়েন ও জস হ্যাজেলউডকে। কুলদীপ যাদব ফেরান মিচেল স্টার্ককে, আর প্রসিদ্ধ কৃষ্ণের বলে আউট হন নাথান ইলিস। শেষমেশ অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৩৬ রানে।

দলে পরিবর্তন

এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে ভারত। বিশ্রাম পেয়েছেন অর্শদীপ সিং ও নীতীশ কুমার রেড্ডি। দলে ফিরেছেন কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ। জানা গিয়েছে, নীতীশের বাঁ-পায়ের ঊরুর পেশিতে চোট রয়েছে। রোহিতের অভিজ্ঞতা, গম্ভীরের আস্থা আর তরুণ হর্ষিতের আগুনে স্পেল সব মিলিয়ে সিডনিতে ভারতীয় দলে ফিরল পুরনো লড়াইয়ের ছাপ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *