ভারতে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম তুলল পাকিস্তান, কেন এমন সিদ্ধান্ত জানলে অবাক হবেন!

pakistan boycott junior hockey world cup india

pakistan boycott junior hockey world cup india

ভারতে অনুষ্ঠিত হতে চলা জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৫ থেকে নাম তুলে নিল পাকিস্তান। আগামী ২৮ নভেম্বর থেকে চেন্নাই এবং মাদুরাইয়ে বসবে এই মরসুমের হকি উৎসব, কিন্তু সেই মঞ্চে আর দেখা যাবে না পাকিস্তানের জুনিয়র দলকে। এর আগেও হকি এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিল তারা। এবারও একই পথে হাঁটল পাক হকি ফেডারেশন।

রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করল পাকিস্তান

পাকিস্তান হকি ফেডারেশনের সচিব রানা মুজাহিদ জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতি অনুকূল নয়। এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়রা আমাদের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি, এমনকি ট্রফি পর্যন্ত গ্রহণ করতে চায়নি। এই আচরণ থেকেই বোঝা যায়, ভারতের আমাদের প্রতি মনোভাব কেমন।”

প্রসঙ্গত, গ্রুপ বি-তে ভারত, চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে ছিল পাকিস্তানও। কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে এবার সরে দাঁড়াল পাক দল।

সরকারের নির্দেশেই বিশ্বকাপ বয়কট

পাকিস্তান হকি ফেডারেশনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দেশের সরকার এবং স্পোর্টস বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা থেকেই আমরা ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” পাশাপাশি তিনি জানান, সিদ্ধান্তটি ইতিমধ্যেই আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে।

এখন নজর বিশ্ব হকি ফেডারেশনের দিকে

পাকিস্তানের সরে দাঁড়ানোর পর প্রশ্ন উঠেছে এখন কি অন্য কোনও দেশকে সুযোগ দেওয়া হবে? নাকি ২৩ দল নিয়েই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ? এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও সরকারি ঘোষণা আসেনি।

আরো পড়ুন: দাবা বিশ্বের শোক, গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোদিতস্কির অকাল বিদায় আলোড়ন তুলল

ভারত-পাক সম্পর্কের ছায়া খেলাধুলাতেও

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই জল্পনা ছিল, পাকিস্তান কি আদৌ ভারতের মাটিতে খেলতে আসবে? এবার সেই সম্ভাবনাই সত্যি প্রমাণিত হলো। জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়ে কার্যত ভারত সফর বয়কট করল পাকিস্তান।

২৪ দলের প্রতিযোগিতায় এখন ২৩ দল অংশ নেবে। আর পাকিস্তানের এই সিদ্ধান্তে আবারও প্রমাণিত হলো দুই দেশের রাজনৈতিক উত্তেজনা কেবল কূটনীতিতেই নয়, প্রভাব ফেলছে খেলাধুলার ময়দানেও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *