ইংল্যান্ড চোট সেরে ফিরলেন পন্থ, ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মাতাবেন ময়দান

Rishabh Pant

Rishabh Pant

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ। অবশেষে প্রায় তিন মাস পর ফের ব্যাট হাতে দেখা যাবে তাঁকে। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মাঠে নামছেন তিনি। এই সিরিজ থেকেই শুরু হচ্ছে তাঁর প্রত্যাবর্তনের পথচলা।

বাংলার অভিমন্যু আকাশদীপ দলে, বাদ শামি

ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বাংলার দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। তবে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মহম্মদ শামির। সূত্রের খবর, নির্বাচকরা আপাতত তাঁকে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরিকল্পনায় রাখছেন না। ফলে ভারতীয় দলে তাঁর ফেরা আরও কঠিন হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

বেঙ্গালরুতে শুরু দুই চার দিনের ম্যাচ

দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। ম্যাচ দু’টি হবে বেঙ্গালরুর সেন্টার অফ এক্সেলেন্সে। প্রথম ম্যাচ শুরু হবে ৩০ অক্টোবর, দ্বিতীয়টি ৬ নভেম্বর। এই দুটি ম্যাচের পরই শুরু হবে মূল ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে, দ্বিতীয়টি গুয়াহাটিতে।

পন্থের নেতৃত্বে তরুণদের সুযোগ

দুই ম্যাচেই নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। সহ-অধিনায়ক থাকবেন সাই সুদর্শন। প্রথম ম্যাচে দেখা যাবে আয়ুষ মাত্রে, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদারদের মতো তরুণ মুখ। দ্বিতীয় ম্যাচে যোগ দেবেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজরা। বাংলার অভিমন্যু ও আকাশদীপও থাকছেন দ্বিতীয় ম্যাচের দলে।

আরো পড়ুন: রোনাল্ডো ছাড়াই গোয়ায় নামছে আল নাসের

নির্বাচকদের নজরে প্রত্যাবর্তনকারীরা

ভারতের নির্বাচকরা এই সিরিজের মাধ্যমেই চোট সারিয়ে ফেরা বা ফর্মে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করবেন। পন্থের মতো খেলোয়াড়দের জন্য এটি মূল দলে ফেরার পরীক্ষামূলক মঞ্চ। অন্যদিকে, শামির অনুপস্থিতি আরও স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচকদের পরিকল্পনায় তিনি আর নেই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে এই ভারত ‘এ’ দলের ম্যাচ দু’টি তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সকলের নজর এখন একটাই প্রশ্নে ঋষভ পন্থ কি আগের মতো আগুনে ফর্মে ফিরতে পারবেন?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *