রোনাল্ডো ছাড়াই গোয়ায় নামছে আল নাসের, হতাশ ফুটবলপ্রেমীরা কিন্তু উত্তেজনা তুঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে

Cristiano Ronaldo

Cristiano Ronaldo

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পৌঁছেছে সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসের। প্রতিপক্ষ ভারতীয় ক্লাব এফসি গোয়া।

কিন্তু গোয়ার ভক্তদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল, পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত দলের সঙ্গে ভারতে আসেননি তিনি।

রোনাল্ডোর অনুপস্থিতিতে ভক্তদের হতাশা

২২ অক্টোবর ফাতোরদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। এটি এফসি গোয়ার হোম ম্যাচ হওয়ায় স্থানীয় সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। গোয়া টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও আল নাসেরকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল, যাতে রোনাল্ডোকে দলে রাখা হয়। কিন্তু সব অনুরোধ উপেক্ষা করেই সিদ্ধান্তে অটল থাকেন সিআর সেভেন।

রোনাল্ডো না এলেও টিকিট বিক্রি শেষ

আল নাসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যে দু’টি ম্যাচ খেলেছে। ভক্তরা ভেবেছিলেন, এবার রোনাল্ডোকে সরাসরি মাঠে দেখার সুযোগ পাবেন। সেই ভাবনায় টিকিট বিক্রি হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু শেষ পর্যন্ত হতাশাই জুটল ফুটবলপ্রেমীদের কপালে।

আরো পড়ুন: ১৭ বছরের ক্রিকেট কেরিয়ারের ইতি

রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের যে চুক্তি রয়েছে, তাতে স্পষ্ট বলা আছে সৌদি আরবের বাইরে কোন ম্যাচে তিনি খেলবেন, তা ঠিক করবেন স্বয়ং রোনাল্ডো নিজেই। বর্তমানে তিনি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ-এর প্রস্তুতিতে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন। তাই অপ্রয়োজনীয় সফরে যেতে চাননি তিনি।

গোয়ায় রোনাল্ডোর প্রতিনিধি, মাঠে নামছেন সাদিও মানে

ম্যাচের আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য রোনাল্ডোর ম্যানেজার ও নিরাপত্তা আধিকারিক গত সপ্তাহেই গোয়ায় এসেছিলেন। অনেকেই আশা করেছিলেন, রোনাল্ডো হয়তো শেষ মুহূর্তে দলভুক্ত হবেন। কিন্তু তা আর হয়নি।

তবে রোনাল্ডোর অনুপস্থিতিতেও মাঠে নামছে তারকাখচিত আল নাসের দল। সেনেগালের তারকা সাদিও মানে ইতিমধ্যেই গোয়ায় নেমে ভক্তদের অটোগ্রাফ দিয়ে আনন্দ দিয়েছেন। ফুটবলারদের জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আগামীকাল বুধবার ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে এফসি গোয়া বনাম আল নাসের। রোনাল্ডো না থাকলেও গোয়ার ফুটবলপ্রেমীরা আশা করছেন, মাঠে দেখা যাবে এক রোমাঞ্চকর লড়াই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *