ফিটনেসই দলে ফেরার চাবিকাঠি: শামি বিতর্কে মুখ খুললেন আগরকর

মহম্মদ শামি

মহম্মদ শামি

মহম্মদ শামি: চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সম্প্রতি জানান, শামিকে নিয়ে বিসিসিআইয়ের কাছে কোনও স্পষ্ট আপডেট নাকি নেই। এই মন্তব্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন শামি। এবার সেই বিতর্কে আগরকর নিজেই মুখ খুললেন।

আগরকরের পালটা বক্তব্য

আগরকর বলেন, “ইংল্যান্ড সিরিজের আগে আমরা পরিষ্কার জানিয়েছিলাম, যদি শামি ফিট থাকে তাহলে ও দলে ফিরবে। দুর্ভাগ্যজনকভাবে তখন ও পুরোপুরি ফিট ছিল না। এখন ঘরোয়া মরশুম শুরু হয়েছে, আমরা দেখতে চাই ওর ফিটনেস কতটা ভালো। কয়েকটা ম্যাচ দেখেই বোঝা যাবে, ও জাতীয় দলে ফেরার মতো প্রস্তুত কি না।”

তিনি আরও যোগ করেন, “অস্ট্রেলিয়া সফরের সময় আমরা মরিয়া ছিলাম ওকে দলে নিতে। কিন্তু তখন শামির ফিটনেস সন্তোষজনক ছিল না। যদি আগামী কয়েকমাসে ও পুরোপুরি ফিট থাকতে পারে, তাহলে গল্পটা একদম অন্যরকম হবে।”

কী বলেছিলেন শামি?

এর আগে নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শামি বলেছিলেন,

“আমাকে কেন কাউকে আপডেট দিতে হবে? আমি নিয়মিত এনসিএ যাচ্ছি, অনুশীলন করছি, ম্যাচ খেলছি। যদি ফিট না হতাম, তাহলে রনজি ট্রফিতে নামতাম না। জাতীয় দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। আমি মাঠে পারফরম্যান্স দিই, নির্বাচকদের কাজ ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া।”

আগরকরের জবাব: “সোশ্যাল মিডিয়ায় যা ঘোরে, সব সত্যি নয়

নির্বাচকপ্রধানের পালটা প্রতিক্রিয়া, “যদি ওর মন্তব্যটা আমায় উদ্দেশ্য করেই হয়ে থাকে, তাহলে আমি নিশ্চয়ই উত্তর দিতাম। ও যদি এখানে থাকত, আমি সরাসরি কথা বলতাম। সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তার অনেকটাই নিশ্চিত নয়। আসলে আমার কাজ নির্বাচন করা, হেডলাইন দেওয়া নয়।”

সংক্ষেপে ঘটনাপ্রবাহ:

  • চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলে জায়গা পাননি শামি।
  • নির্বাচক কমিটির দাবি, “ফিটনেসই প্রধান সমস্যা।”
  • শামির সাফ জবাব, “আমি ফিট, নিয়মিত অনুশীলন করছি।”
  • আগরকরের ইঙ্গিত, “ফিট থাকলে দলে ফেরাটা সময়ের অপেক্ষা।”

এখন নজর ঘরোয়া মরশুমের দিকে। সেখানে শামির পারফরম্যান্সই ঠিক করবে, তিনি কত দ্রুত ফিরবেন জাতীয় দলে। আগরকরের কথাতেই স্পষ্ট ফিটনেসই দলে ফেরার চাবিকাঠি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *