ভোট কুশলী এবং জনসুরাজ পার্টির নেতা প্রসাদ কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ভাষায় আক্রমণ করেছেন শনিবার। ভাগলপুরের একটি জনসভায় তিনি বলেন নীতিশ কুমার বিহারের মানুষের আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন।
আসলে নরেন্দ্র মোদির তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন নীতিশ কুমার। এতেই চটেছেন প্রশান্ত কিশোর।
তার মনে হয়েছে শুধুমাত্র বিহারে নিজের আধিপত্য বজায় রাখার জন্যই নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য তার পায়ে হাত দিয়ে নিজের আত্মসম্মান বিক্রি করেছেন নীতীশ কুমার।
সেইসঙ্গে বিক্রি করেছেন বিহারবাসীর আত্মমর্যাদাও। বিহারের ১৩ কোটি মানুষের প্রতিনিধি নীতিশ কুমার, দেশের প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন— এটাই কার্যত মেনে নিতে পারেননি ভোট কুশলী এই প্রশান্ত কিশোর। এখন দেখার এর ফলে বিহারের রাজনীতি কোন পথে মোড় নেয়।
1 thought on “Prashant Kishore-Nitish Kumar: বিহারের জনগণের আত্মসম্মান বিক্রি করলেন নীতীশ কুমার: বিস্ফোরক প্রশান্ত কিশোর”