January 15, 2025
stock digital chart - neon - bangadarpan

created by AI. symbolic picture

শেয়ার করুন

ভারতীয় শেয়ারবাজারে উষ্ণতা ক্রমশ বাড়ছে। নিফ্টি সূচক তিন সপ্তাহ ধরে রেকর্ড উচ্চতায় অবস্থান করছে এবং বাজারে ব্যাপক ক্রয়ের প্রবণতা দেখা যাচ্ছে। কাগজ, সার, চিনি সহ পূর্বে পিছিয়ে থাকা খাতগুলিতেও উল্লেখযোগ্য ক্রয় হচ্ছে।

বিশ্লেষকদের মতে:

  • বাজারের এই বুলিশ ধারা অব্যাহত থাকবে।
  • নিফ্টির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩,৭০০ থেকে ২৩,৮০০।
  • ব্যাংক নিফ্টি ৫০,০০০ উপরে ভাঙনের অপেক্ষায়।

এক্সেস সিকিউরিটিজের তথ্যগবেষণা ও ডেরিভেটিভস গবেষণার প্রধান রাজেশ পালা বলেন, “বাজারে পূর্ণ আত্মবিশ্বাস বিরাজমান এবং খুচরা বিনিয়োগকারী ও বাজারের অংশগ্রহণকারীরা এগ্রেসেভলি ক্রয় করছে।”  যারা ইতিমধ্যেই শেয়ার মার্কেটে কেনা-বেচা করেন তাদের জন্য “ডিপস অন বাই” কৌশল পরামর্শ দেন এবং নিফ্টির জন্য স্টপ লস হিসেবে নির্ধারণ করেন ২৩,২০০ সূচক।

ব্যাংক নিফ্টির ক্ষেত্রে ৫০,০০০ উপরে স্পষ্ট ভাঙনের অপেক্ষা রয়েছে বলে তার মত। বিশ্লেষকদের ধারণা ৫০,০০০-৫১,০০০ উপরে ভাঙন শর্ট কাভারিং তৈরি করতে পারে এবং পরবর্তী র‌্যালি ৫০,৫০০-৫০,৬০০ দিকে নিয়ে যেতে পারে।

সামগ্রিকভাবে বিশ্লেষক ভারতীয় শেয়ারবাজারের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এবং নিফ্টির আরও উন্নতি এবং ব্যাংক নিফ্টির সাথে তাল মিলিয়ে চলার প্রত্যাশা করেন।

খবরটির উৎস:  https://www.youtube.com/watch?v=-SaPMhQi_Aw

শেয়ার করুন

2 thoughts on “শেয়ারবাজারে উচ্ছ্বাস, নিফ্টির লক্ষ্য ২৩,৮০০!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *