লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ার কারণে জোটসঙ্গীদের কাঁধে ভর করে সরকার গঠন করতে হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন NDA-কে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপির ওপর চাপ বাড়িয়েছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু।
পরিস্থিতির গুরুত্ব বিচার করে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দাবি করেছেন এই দুই নেতা। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার টানা তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী।
কিন্তু এরমধ্যেই বিষ্ফোরক তথ্য দিলেন বিহারের জনতা দলের নেতা কে.সি ত্যাগী। NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন INDIA Bloc-এর তরফে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর পদ অফার করা হয়েছে।
যদিও একইসঙ্গে তিনি জানিয়েছেন যে, জনতা দল ইন্ডিয়া ব্লকের সমস্ত অফার নাকজ করে NDA-এর সঙ্গে আগামী পাঁচ বছর কাজ করতে চায়। ফলে এখনই কেন্দ্রে ক্ষমতায় আসছে না INDIA জোট। আপাতত বিরোধী আসনে বসে সরকারকে চাপে রাখতে চাইছেন তারা।