সদ্য মিটেছে লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে বাংলায় বিজেপির কার্যত ভরাডুবি ঘটেছে। গত লোকসভার তুলনায় ৬টি আসন কম পেয়ে বঙ্গ বিজেপির ঝুলিতে গেছে মাত্র ১২টি আসন। সারাদেশেও বিজেপির ছবিটা খানিকটা এরকম।
কেন্দ্রে সরকার গড়তে কার্যত হিমশিম খাচ্ছেন মোদী-শাহ-নাড্ডারা। এইরকম পরিস্থিতিতে বঙ্গের কয়েকজন বিজেপি সাংসদের গলাতেও শোনা যাচ্ছে ভিন্ন সুর। পরিস্থিতির গুরুত্ব বিচার করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করে মন্ত্রিত্ব ছিনিয়ে নিতে তৎপর হয়েছেন তারা।
বিষ্ণুপুরের তিন বারের সাংসদ সৌমিত্র খাঁ স্পষ্টতই বলে দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা না পেলে তিনি দল ছাড়তে পারেন। সেক্ষেত্রে তিনি ফিরে যেতে পারেন তাঁর পুরাতন দল তৃণমূলে।
বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে নদীয়া এবং উত্তরবঙ্গের দুজন সাংসদও ভেতরে ভেতরে যোগাযোগ রাখছেন রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে। তৃণমূলের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে এরাজ্যের সমস্ত বিজয়ী সাংসদকে ৭ জুন দিল্লীতে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এখন দেখার কেন্দ্রীয় বিজেপি কীভাবে এই দলবদলের ধাক্কা সামলাতে পারে।
1 thought on “তৃণমূলে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের ৩ বিজেপি সাংসদ!”