১৪ই জুন শুক্রবার জার্মানিতে শুরু হচ্ছে ইউরোপের সবথেকে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন লীগ ইউরো কাপ। এবারের আয়োজক দেশ জার্মানি। এটি ১৭ তম ইউরো কাপ। মোট ২৪টি দল এই ইউরো কাপে অংশগ্রহণ করছে।
জার্মানির দশটি জায়গায় ১৪ই জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। মোট ২৪টি দেশকে একাধিক গ্রুপে বিভক্ত করা হয়েছে। সবমিলিয়ে মোট ছটি গ্রুপ তৈরি করা হয়েছে।
২০০৬ সালে জার্মানিতে বসেছিল বিশ্বকাপ ফুটবলের আসর। দীর্ঘ ১৮ বছর পর জামার্নিতে অনুষ্ঠিত হতে চলেছে সবথেকে বড় ক্রীড়া প্রতিযোগিতা।
এখন দেখার কারা গ্রুপ পর্বের প্রতিযোগিতা জিতে মূল পর্বে উঠতে পারে এবং তাদের হাতে যেতে পারে ২০২৪ ইউরো কাপের চ্যাম্পিয়ন ট্রফি।
দেখে নিন কোন দল কোন গ্রুপে রয়েছে—
গ্রুপ A: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড।
গ্রুপ B: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া।
গ্রুপ C: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া এবং ইংল্যান্ড।
গ্রুপ D: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং ফ্রান্স।
গ্রুপ E: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া এবং ইউক্রেন।
গ্রুপ F: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল এবং চেক রিপাবলিক।
একনজরে ইউরো কাপের পূর্ণাঙ্গ সূচি
গ্রুপপর্বের সূচি
তারিখ | ম্যাচ | ভারতীয় সময় | ভেন্যু |
১৫ জুন শনিবার | জার্মানি বনাম স্কটল্যান্ড | রাত ১২.৩০ | মিউনিখ |
১৫ জুন শনিবার | হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড | সন্ধে ৬.৩০ | কোলন |
১৫ জুন শনিবার | স্পেন বনাম ক্রোয়েশিয়া | রাত ৯.৩০ | বার্লিন |
১৬ জুন রবিবার | ইতালি বনাম আলবানিয়া | রাত ১২.৩০ | ডর্টমুন্ড |
১৬ জুন রবিবার | পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস | সন্ধে ৬.৩০ | হ্যামবুর্গ |
১৬ জুন রবিবার | স্লোভেনিয়া বনাম ডেনমার্ক | রাত ৯.৩০ | স্টুটগার্ড |
১৭ জুন সোমবার | সার্বিয়া বনাম ইংল্যান্ড | রাত ১২.৩০ | জেলসেনকির্চেন |
১৭ জুন সোমবার | রোমানিয়া বনাম ইউক্রেন | সন্ধে ৬.৩০ | মিউনিখ |
১৭ জুন সোমবার | বেলজিয়াম বনাম স্লোভাকিয়া | রাত ৯.৩০ | ফ্রাঙ্কফুট |
১৮ জুন মঙ্গলবার | অস্ট্রিয়া বনাম ফ্রান্স | রাত ১২.৩০ | ডুজেলডর্ফ |
১৮ জুন মঙ্গলবার | তুরস্ক বনাম জর্জিয়া | রাত ৯.৩০ | ডর্টমুন্ড |
১৮ জুন মঙ্গলবার | পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র | রাত ১২.৩০ | লাইপজিগ |
১৯ জুন বুধবার | ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া | সন্ধে ৬.৩০ | হ্যামবুর্গ |
১৯ জুন বুধবার | জার্মানি বনাম হাঙ্গেরি | রাত ৯.৩০ | স্টুটগার্ড |
১৯ জুন বুধবার | স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড | রাত ১২.৩০ | কোলন |
২০ জুন বৃহস্পতিবার | স্লোভেনিয়া বনাম সার্বিয়া | সন্ধে ৬.৩০ | মিউনিখ |
২০ জুন বৃহস্পতিবার | ডেনমার্ক বনাম ইংল্যান্ড | রাত ৯.৩০ | ফ্রাঙ্কফুট |
২০ জুন বৃহস্পতিবার | স্পেন বনাম ইতালি | রাত ১২.৩০ | জেলসেনকির্চেন |
২১ জুন শুক্রবার | স্লোভাকিয়া বনাম ইউক্রেন | সন্ধে ৬.৩০ | ডুজেলডর্ফ |
২১ জুন শুক্রবার | পোল্যান্ড বনাম অস্ট্রিয়া | রাত ৯.৩০ | লাইপজিগ |
২১ জুন শুক্রবার | নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স | রাত ১২.৩০ | ডর্টমুন্ড |
২২ জুন শনিবার | জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র | সন্ধে ৬.৩০ | বার্লিন |
২২ জুন শনিবার | তুরস্ক বনাম পর্তুগাল | রাত ৯.৩০ | মিউনিখ |
২২ জুন শনিবার | বেলজিয়াম বনাম রোমানিয়া | রাত ১২.৩০ | কোলন |
২৩ জুন রবিবার | স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি | রাত ১২.৩০ | ফ্রাঙ্কফুট |
২৪ জুন সোমবার | স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি | রাত ১২.৩০ | স্টুটগার্ড |
২৪ জুন সোমবার | আলবেনিয়া বনাম স্পেন | রাত ১২.৩০ | জেলসেনকির্চেন |
২৫ জুন সোমবার | ক্রোয়েশিয়া বনাম ইতালি | রাত ১২.৩০ | হ্যামবুর্গ |
২৫ জুন সোমবার | ফ্রান্স বনাম পোল্যান্ড | রাত ৯.৩০ | জেলসেনকির্চেন |
২৫ জুন সোমবার | নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া | রাত ৯.৩০ | ডুজেলডর্ফ |
২৫ জুন সোমবার | ডেনমার্ক বনাম সার্বিয়া | রাত ১২.৩০ | লাইপজিগ |
২৬ জুন বুধবার | ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া | রাত ১২.৩০ | ডর্টমুন্ড |
২৬ জুন বুধবার | স্লোভাকিয়া বনাম রোমানিয়া | রাত ৯.৩০ | জেলসেনকির্চেন |
২৬ জুন বুধবার | ইউক্রেন বনাম বেলজিয়াম | রাত ৯.৩০ | ডুজেলডর্ফ |
২৭ জুন বৃহস্পতিবার | জর্জিয়া বনাম পর্তুগাল | রাত ১২.৩০ | লাইপজিগ |
২৭ জুন বৃহস্পতিবার | চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক | রাত ১২.৩০ | ডর্টমুন্ড |
শেষ ষোলোর সূচি
তারিখ | ম্যাচ | ভারতীয় সময় | ভেন্যু |
২৯ জুন শনিবার | এ-২ বনাম বি-২ | রাত ৯.৩০ | বার্লিন |
৩০ জুন রবিবার | এ-১ বনাম সি-২ | রাত ১২.৩০ | ডর্টমুন্ড |
৩০ জুন রবিবার | সি-১ বনাম ডি/ই/এফ-৩ | রাত ৯.৩০ | জেলসেনকির্চেন |
১ জুলাই সোমবার | বি-১ বনাম এ/ডি/ই/এফ-৩ | রাত ১২.৩০ | কোলন |
১ জুলাই সোমবার | ডি-২ বনাম ই-২ | রাত ৯.৩০ | ডুজেলডর্ফ |
২ জুলাই মঙ্গলবার | এফ-১ বনাম এ/বি/সি-৩ | রাত ১২.৩০ | ফ্রাঙ্কফুট |
২ জুলাই মঙ্গলবার | ই-১ বনাম এ/বি/সি/ডি-৩ | রাত ৯.৩০ | মিউনিখ |
৩ জুলাই বুধবার | ডি-১ বনাম এফ-২ | রাত ১২.৩০ | লাইপজিগ |
কোয়ার্টার ফাইনালের সূচি
তারিখ | ম্যাচ | ভারতীয় সময় | ভেন্যু |
৫ জুলাই শুক্রবার | শেষ ষোলো ২ জয়ী বনাম ৪ জয়ী | রাত ৯.৩০ | স্টুটগার্ড |
৬ জুলাই শনিবার | শেষ ষোলো ৫ জয়ী বনাম ৬ জয়ী | রাত ১২.৩০ | হ্যামবুর্গ |
৬ জুলাই শনিবার | শেষ ষোলো ১ জয়ী বনাম ৩ জয়ী | রাত ৯.৩০ | ডুজেলডর্ফ |
৭ জুলাই রবিবার | শেষ ষোলো ৭ জয়ী বনাম ৮ জয়ী | রাত ১২.৩০ | বার্লিন |
সেমিফাইনালের সূচি
তারিখ | ম্যাচ | ভারতীয় সময় | ভেন্যু |
১০ জুলাই বুধবার | কোয়ার্টার ফাইনাল ১ জয়ী বনাম ২ জয়ী | রাত ১২.৩০ | মিউনিখ |
১১ জুলাই বৃহস্পতিবার | কোয়ার্টার ফাইনাল ৩ জয়ী বনাম ৪ জয়ী | রাত ১২.৩০ | ডর্টমুন্ড |
ফাইনাল
১৫ জুলাই শনিবার | সেমি ফাইনাল ১ জয়ী বনাম ২ জয়ী | রাত ১২.৩০ | বার্লিন |
3 thoughts on “Euro Cup 2024: জার্মানিতে শুরু হচ্ছে ১৭-তম ইউরো কাপ। একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি।”