সকাল সকাল আগুনে আতঙ্ক আরএন মুখার্জি রোডে

আরএন মুখার্জি রোড

আরএন মুখার্জি রোড

কলকাতার বুকে ফের অগ্নিকাণ্ড! বৃহস্পতিবার সকালে লালবাজারের একেবারে কাছেই, আরএন মুখার্জি রোডে একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে আচমকাই আগুন লেগে যায়। সকাল সাড়ে ১০টা নাগাদ ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় খবর যায় দমকল বিভাগে।

পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, ২১ নম্বর আরএন মুখার্জি রোডে অবস্থিত ওই গুদামটি একটি তিনতলা বহুতলের নিচতলায় ছিল। সকাল ১০টা ৪৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু ততক্ষণে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা।

ধোঁয়ায় কার্যত অন্ধকার এলাকা

চোখে দেখা যাচ্ছিল না দুই হাত দূরের কিছুই। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। জানলার কাচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চলছে। ধোঁয়া বের করে আগুনের উৎস চিহ্নিত করার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

হতাহতের খবর নেই, কিন্তু উদ্বেগ চরমে

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনের উৎস গাড়ির যন্ত্রাংশের গুদামেই। তবে সেখানে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। আপাতত কোনও হতাহতের খবর মেলেনি, কিন্তু দমকল কর্তারা জানিয়েছেন ধোঁয়ার ঘনত্বের কারণে ভিতরে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়েছে।

আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ, আবারও উপেক্ষিত মহম্মদ শামি

তদন্তে নামছে দমকল পুলিশ

ঘটনাস্থলটি লালবাজার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে হওয়ায় স্বাভাবিকভাবেই ঘটনার গুরুত্ব অনেক বেশি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তবেই রাস্তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা ফের একবার অগ্নিকাণ্ডের আতঙ্কে সৌভাগ্যবশত এখনও পর্যন্ত প্রাণহানির খবর নেই, তবে শহরবাসীর মনে প্রশ্ন, কবে এই আগুন-আতঙ্ক থেকে মুক্তি মিলবে?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *